সমকামী বিয়েকে বৈধতা দিলো গ্রিস

সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে ইউরোপের দেশ গ্রিস।

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টে সমকামীদের বিয়ের অনুমতি দিয়ে বিল পাস হয়। 

আনুষ্ঠানিকভাবে সরকারি গ্যাজেট প্রকাশ হওয়ার পর, বিলটি পরিণত হবে আইনে। ৩০০ আসনের পার্লামেন্টে ১৭৬ আইনপ্রণেতা সমকামী বিয়ের পক্ষে ভোট দেন। বিপক্ষে অবস্থান নেয় ৭৬ জন।

নতুন এ আইনের ফলে সমকামীরা বিয়ে করার পাশাপাশি পাবে সন্তান দত্তক নেয়ার অধিকার। অর্থোডক্স খ্রিস্টান অধ্যুষিত প্রথম দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দিলো দেশটি।

এই নিয়ম বিশ্বব্যাপী ৩৫টি দেশে অনুমোদিত হলো সমকামী বিয়ে। মূলত চার্চের বিরোধিতার কারণে গ্রিস এখন পর্যন্ত কিছু ইউরোপীয় প্রতিবেশীর চেয়ে পিছিয়ে আছে।


সূত্র : বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //